শতরঞ্জি রংপুর! কারুপণ্য রংপুর লিমিটেড-karupannya rangpur ltd.
প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা, অপরূপ কারুকার্যে পরিপূর্ণ কারুপণ্য রংপুর লিমিটেড। কারুপণ্য রংপুর লিমিটেড রংপুর তথা উত্তরবঙ্গের সবথেকে বিশাল এবং স্বনামধন্য একটি এক্সপোর্ট কোম্পানি। এই কোম্পানিটি শতরঞ্জি রংপুর নামেও পরিচিত।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই প্রতিষ্ঠানটি রংপুরের বুকে একটি কর্মসংস্থান প্রতিষ্ঠান হিসেবে উদাহরণস্বরূপ। প্রতিষ্ঠানটির শৈল্পিক গঠন সত্যিই অসাধারণ। দেখে আপনি মুগ্ধ হবেন।
karupannya rangpur ltd.
কারুপণ্য রংপুর লিমিটেড ১৯৯১ সালে যাত্রা শুরু করে। কারুপণ্য রংপুর লিমিটেড এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ শফিকুল আলম সেলিম। তার উদার মন-মানসিকতা এবং মুক্ত চিন্তাধারা কারুপণ্য রংপুর লিমিটেড কে আজ এ অবস্থানে দাঁড় করিয়েছেন।
১৯৯১ সালে রংপুর প্রেসক্লাব এর ছোট্ট একটি দোকান থেকে কারুপণ্য রংপুর লিমিটেড তথা শতরঞ্জির রংপুর এর যাত্রা শুরু হয়। তারপর ধীরে ধীরে এর প্রসার ঘটতে থাকে। বর্তমান সময় এ ব্যবসায় জগতে এটি বিশাল আকার ধারণ করেছে। আর এর সফলতা সম্ভব হয়েছে জনাব শফিকুল আলম সেলিম স্যারের অসাধারণ চিন্তাভাবনার জন্য।
কারুপণ্য রংপুর লিমিটেড বর্তমানে বিশ্বের প্রায় ৫৭ টি দেশের সাথে ব্যবসা করছে। IKEA, H&M,
ZARA, RFL সহ বিশ্বের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেড এর কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন।
কারুপণ্য রংপুর লিমিটেড এর কাজের ধরন
কারুপণ্য রংপুর লিমিটেড এর কার্যক্রম মূলত দুইটি শিফট এ সম্পন্ন করে থাকেন। একটি ডে শিফট আর অন্যটি নাইট শিফট। এই প্রতিষ্ঠান এ প্রায় ৫ হাজারের মত কর্মচারী রয়েছে।
তবে মহিলা কর্মীদের সংখ্যায় বেশি। এখানে কোন প্রকার শিশুশ্রম গ্রহণযোগ্য নয়।
শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটি সহ রয়েছে বিভিন্ন ধরনের সরকারি ছুটি। মূল বেতনের পাশাপাশি রয়েছে বিভিন্ন উৎসব বোনাস।
কারুপণ্য রংপুর লিমিটেড এর কাজের উপকরণ
কারুপণ্য রংপুর লিমিটেড এর কাজের প্রধান উপকরণ হচ্ছে
১। সুতা
২। সুতলি
৩। পাট
৪। ওয়েস্ট ফেব্রিক্স
৫। উল
৬। হোগলা পাতা
৭। কচুরিপানা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছ গাছড়া।
এইসকল কাঁচামাল দিয়ে এখানকার শ্রমিকদের হাতে তৈরি হয় অসাধারণ সব পণ্য।
কারুপণ্য রংপুর লিমিটেড এর ডিপার্টমেন্ট
কারুপণ্য রংপুর লিমিটেড কাজ সু-সম্পন্ন করার জন্য কয়েকটি ডিপার্টমেন্টের ভাগ করা হয়েছে।
এদের মধ্যে রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, এবং এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই উদ্দেশ্য এক তারা সততার সাথে কাজ করে কোম্পানির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বদরবারে তাদের প্রতিষ্ঠানকে আলোকিত করা।
You may like this- Technical description of Tiphede
You also like this- Technical description of tanum.
কারুপণ্য রংপুর লিমিটেড বিশেষত্ব-
কারুপণ্য রংপুর লিমিটেড প্রতিষ্ঠানটি অসাধারণ শৈল্পিক কারুকার্যে গঠিত। এ ভবনটি সাত তলা বিশিষ্ট। এরপর একটি কাঠামো এতটাই মজবুত যে, যে কেউ এর বিশেষত্ব সহজেই বুঝতে পারবেন। এই ভবনটির বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান রয়েছে যেগুলো কথা না বললেই নয়। এগুলোর মধ্যে রয়েছে-
ওয়াটা বডি
এই ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে তিনটি বিশাল আকারের ওয়াটা বডি । এই ওয়াটা বডি গুলোতে রয়েছে ঝরনা সিস্টেম। এই পানির হাওয়ায় পুরো প্রতিষ্ঠানটি শীতল হয়ে যায়। যার ফলে এই প্রতিষ্ঠানটির ভিতরে নাম মাত্র ফ্যান ছাড়া, এতে কোন ফ্যানের ব্যবস্থা নেই। তারপরও প্রতিষ্ঠানটি অত্যন্ত শীতল।
বনলতা ভাস্কর্য
প্রতিষ্ঠানটির সমুখে রয়েছে বিশাল আকৃতির একটি মূর্তি যেটির নাম দেওয়া হয়েছে বনলতা। ভাস্কর্যটি রড সিমেন্ট দিয়ে তৈরি করা হলেও এর মাথার উপরে দেয়া হয়েছে লতা দিয়ে মুড়িয়ে, আর সেই লতাগুলো চুল আকারে নিচের দিকে নেমে এসেছে।
নন্দিনী পার্ক
প্রতিষ্ঠানটি এর ভিতরে রয়েছে অসাধারণ একটি পার্ক। এখানে লাঞ্চ আওয়ারে শ্রমিকরা তাদের ক্লান্তি দূর করার জন্য বসে বসে সময় পার করে। পার্কটিতে রয়েছে নানা ধরনের ফুল ও লতা গাছ। যেগুলোর সৌন্দর্যের পার্কটি হয়ে উঠেছে সৌন্দর্য মন্ডিত।
চাইল্ড কেয়ার
এখানে শিশুদের যত্নের জন্য রয়েছে অত্যাধুনিক চাইল্ড কেয়ার এরিয়া। কর্মীদের মধ্যে যাদের ছোট বাচ্চার হয়েছে তারা বাচ্চা নিয়ে এসে এই চাইল্ড কেয়ার এ রেখে দেন। বাচ্চাদের দেখভালের জন্য রেখে দেয়া হয়েছে কয়েকজন সেবিকা।
হাসপাতাল
প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি হাসপাতাল। কর্মীরা যেকোনো সমস্যায় এখান থেকে চিকিৎসা গ্রহণ করেন। বিনামূল্যে ঔষধ সহ যেকোন সেবামূলক দ্রব্যসামগ্রী এখান থেকে পেয়ে থাকেন। হাসপাতালটি তে রয়েছেন অভিজ্ঞ ডাক্তার মন্ডলী।
নামাজঘর
প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মী মুসলমান। তাই নামাজের সময় সুন্দর ভাবে নামাজ পড়ার জন্য রয়েছে নামাজ ঘর। এখানে নামাজ পড়তে কর্মীদের কোনভাবে বাধা-নিষেধ নেই। নামাযের সময় হলে নামাজ পড়ার জন্য বিভিন্ন সেকশন থেকে কর্মীরা সেখানে নামায পড়েন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ