Blogger Google news publisher - বাংলা টিউটোরিয়াল
Google news publisher create করার জন্য প্রথমে Chrome browser এ Google news publisher লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
![]() |
Google publisher centre |
এখন আপনি Google publisher centre এই লিঙ্কটাতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে।
![]() |
Add publication |
এখন আপনি add publication এ অংশে ক্লিক করুন। যার ফলে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস আসবে।
![]() |
Publisher centre |
Publication name: এই অংশে আপনার ব্লগ সাইটের যে নাম দিয়েছেন সেই নামটি দিতে হবে।
Primary website property: এই অংশে আপনার ওয়েবসাইটের যে url টি আছে সেটি দিতে হবে।
Location: আপনি যে দেশের নাগরিক সে দেশের নাম দিতে হবে।
তারপর আপনার সামনে একটি টিকমার্ক বক্স আসবে। বক্সে অবশ্যই টিক মার্ক করে add publication এ ক্লিক করতে হবে।
![]() |
Publication setting |
আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি publication setting এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে।
![]() |
Basic information |
Primary language: আপনার ব্লগ সাইটে যে ভাষায় তৈরি করবেন সে ভাষা সিলেক্ট করবেন।
Country: আপনার যে দেশের জন্য এ ব্লগ টি তৈরি করছেন সেই দেশের নাম দিবেন।
Website property URL: আপনার সাইটের url টি এখানে প্রদান করুন।
Verify search console: url টি দেওয়ার পর Verify search console ক্লিক করুন। আপনি যে জিমেইল দিয়ে ব্লগ আইডি ক্রিয়েট করেছেন সেই জিমেইলে লগইন করা থাকলে ভেরিফাইড লেখা আসবে। অন্যথায় আপনাকে লগইন করতে হবে।
Contact: এই অংশে আপনার জিমেইল প্রদান করে যে দুইটি টিকমার্ক অপশন আসবে সে দুটি টিকমার্ক করে দিবেন
Save: এখন উপরের কর্নারে যে সেভ অপশন টি আছে সেই সেভ অংশে ক্লিক করুন।
visual style: General option এর কাজ শেষ এখন আমাদের visual style এর কাজ করতে হবে। এজন্য প্রথমে আপনাকে visual style এ ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে।
![]() |
Logo section |
![]() |
Basic information |
Get start এ ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে।
Publication description: আপনার সেটিং এ যে ডিসক্রিপশন দেওয়া আছে সেটি এখানে দিতে হবে।
Category: আপনার ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড একটি category select করুন।
Distribution: worldwide রাখাই ভালো।
Google properties: আপনার ইচ্ছা মতো একটি properties set করে নিবেন। এখন সেভ অপশন এ ক্লিক করুন।
![]() |
Feed section |
এখন আপনাকে content setting এ click করতে হবে। ক্লিক করার ফলে আপনার সামনে উপরের ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে new section এ ক্লিক করতে হবে। ফলে আপনার সামনে add feed নামে একটি ইন্টারফেস আসবে।
এই অংশে আপনাকে feed add করতে হবে এ জন্য googl এ গিয়ে feed burner লিখে সার্চ করুন।
Feed burner: এই লিংকে ক্লিক করলে আপনার সামনে feed burner নামক একটি ইন্টারফেস আসবে।
এখন feed burner এ আপনার ওয়েব সাইটের লিংকটি দিয়ে নেক্সট এ ক্লিক করুন। যার ফলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে দুটি feed থাকবে atom feed & RSS feed. আপনি শুধু RSS টি কপি করে নিবেন।
তারপর লিংকটি এনে আপনার সাইটের যেখানে RSS feed দিতে হবে সেখানে পেস্ট করে দিন। তারপর add এ ক্লিক করুন।
![]() |
Review and publish |
content add হলে পরের রিভিউ অপশনে ক্লিক করুন। ফলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে।
এখন আপনি content level এ ক্লিক করে আপনার সাইটের যে level আছে সেগুলো এখানে সাবমিট করতে করুণ। আর এভাবেই আপনি Google news publisher সম্পূর্ণ করতে পারবেন।
Thanks